প্রকাশিত সময় :
০৯:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
৬৩
আবাসিক হলে ছাত্ররাজনীতি থাকবে কি না, এ বিষয়ে ছাত্রশিবির কৌশলগত অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আব্দুল কাদের তার পোস্টে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিদাওয়া এবং স্বার্থের বিষয় বিবেচনায় রেখে আজকের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর মিটিংয়ে আমরা স্পষ্ট করে জানিয়েছি, আমরা হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্রসংগঠনের কাঠামো এবং কার্যক্রম চাই না। সেটা প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি, দুইটারই।
তবে এই দাবি বাস্তবায়নে প্রকাশ্য রাজনীতি বন্ধ করা গেলেও গুপ্ত রাজনীতি বন্ধ করা দুরূহ বিষয়। এ ক্ষেত্রে গুপ্ত রাজনৈতিক সংগঠনের কমিটি প্রকাশ করে সেটাকে বিলুপ্ত করতে হবে। শুধু কমিটি নয়ম একই সাথে, গুপ্ত রাজনৈতিক সংগঠনের জনশক্তিদেরও প্রকাশ্যে আনতে হবে।’
তিনি আরো বলেন, আলোচনায় আরেকটা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদও হলে হলে ছাত্ররাজনীতি না থাকার বিষয়ে মতামত দিয়েছে।
বাদ বাকি সংগঠন হলে রাজনীতি থাকার বিষয়ে মতামত দিয়েছে। এ ক্ষেত্রে ছাত্রশিবির কৌশলগত অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বলেছে। তবে তারা মনে করেন, অধিকাংশ শিক্ষার্থী হলে রাজনীতি চাইবেন; কিন্ত হলের মধ্যে এই রাজনীতির ধরনটা কেমন হবে, সেটা আলাপ আলোচনার বিষয়।