বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১২ মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি তিনি মুক্তি পান।

কেরানীগঞ্জ কারাগারের জেলার একেএম মাসুম গণমাধ্যমকে জানান, মোশাররফ হোসেন হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে মুক্তি পেয়েছেন।

গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তৎকালীন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং পরে দশম সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা হয়। এসব মামলায় তিনি কারাগারে আটক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

প্রকাশিত সময় : ০৯:৫৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১২ মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি তিনি মুক্তি পান।

কেরানীগঞ্জ কারাগারের জেলার একেএম মাসুম গণমাধ্যমকে জানান, মোশাররফ হোসেন হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে মুক্তি পেয়েছেন।

গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তৎকালীন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং পরে দশম সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা হয়। এসব মামলায় তিনি কারাগারে আটক ছিলেন।