পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে মৃত ডলফিন। ৩ ফুট দৈর্ঘ্যের ডলফিনটি ইরবাতী প্রজাতির। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় ডলফিনটি ভেসে আসে।
ডলফিনটি তীরে আসার পর সেটি দেখতে ভিড় করেন পর্যটকসহ স্থানীয় মানুষ। ডলফিনটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে। এছাড়া শরীরে বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। খবর পেয়ে ডলফিনটি উদ্ধার করে মাটিচাপা দিয়েছে ডলফিন রক্ষা কমিটি ও কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘‘সৈকতের ট্যুরিজম পার্ক পয়েন্টে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিনটি ভেসে আসে। আমাদের সদস্য কেএম বাচ্চু বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিকভাবে পৌরসভা ও বন বিভাগকে অবহিত করি।’’
মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। মৃত ডলফিন থেকে যেন দুর্গন্ধ ছড়াতে না পারে, সেজন্য দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
এর আগে, মঙ্গলবার দুপুর ৩টায় সৈকতের ঝাউ বাগান এলাকায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে আসে। চলতি বছর এই নিয়ে ৭টি মৃত ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























