মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫’ বিজয়ী হয়েছেন রাজস্থানের মনিকা বিশ্বকর্মা।
সোমবার (১৮ আগস্ট) রাজস্থানের জয়পুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। গত বছরের বিজয়ী রিয়া সিং তাকে মুকুট পরিয়ে দেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।
মনিকা বিশ্বকর্মা
বিজয়ের মুকুট পরার পর এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছেন ২২ বছর বয়সি মনিকা। তিনি বলেন, “আমার জীবনে দুজন রোল মডেল আছেন। প্রথমজন সুস্মিতা সেন, দ্বিতীয়জন আমার মা। আমি মনে করি, এই দুজন নারীর কারণে আমি সবসময় বিশ্বাস করতে শিখেছি। সুস্মিতা সেন এমন একজন তিনি শুধু মুখে বলেন না, বাস্তবেও তা করে দেখান। তার মিস ইউনিভার্স যাত্রা থেকে জীবনের প্রতিটি পর্যায়ে, যেটা বলেছেন, সেটাই করে দেখিয়েছেন।”
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ছাড়াও মনিকা তার মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাকে দেখে সততা ও কর্মমুখী মানসিকতা গড়ে তুলেছেন বলেও জানান তিনি।
মনিকা বলেন, “আমার মা আমাকে সেই শিক্ষা দিয়েছেন—শুধু কথা বললেই চলে না, কাজেও তা প্রমাণ করতে হয়। আমাদের কাজই দেখিয়ে দেয়, আমরা কতটা শক্তিশালী মানুষ। শুধু মুখের কথা নয়, আমাদের ব্যবহার ও কাজের মাধ্যমেই মানুষ আমাদের চিনবে।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মনিকা বলেন, “আমি চাই, এই সুযোগের মাধ্যমে জীবনের নানা সম্ভাবনা অনুসন্ধান করতে। শুধু একটি পথে হাঁটতে নয়, বরং মানুষকে দেখাতে চাই বিউটি পেজেন্টের মাধ্যমে জীবনে আরো অনেক কিছু অর্জন করা যায়।”
মনিকা বিশ্বকর্মা
মনিকা রাজস্থানের শ্রীগঙ্গানগরের বাসিন্দা। ‘মিস ইউনিভার্স রাজস্থান ২০২৪’-এর মুকুটও জিতেছেন তিনি।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 

























