পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ‘রেসকিউ ১১২২’- এর চার কর্মকর্তাসহ কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার প্রদেশটির তারান্দা রোডের কোট সামাবার কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খানপুর থেকে রহিম ইয়ার খানগামী রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের চালক সামনের মোটরসাইকেলটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি বাসে গিয়ে ধাক্কা লাগে। এতে ‘রেসকিউ ১১২২’- এর চার কর্মীর মৃত্যু হয়।
এ ছাড়া জুবাইদা বিবি এবং মনজুর আহমেদ নামের দুজন বেসামরিক নাগিরকেরও মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন যাত্রী।
মৃতদেহ ও আহতদের শেখ জায়েদ হাসপাতাল রহিম ইয়ার খানে স্থানান্তর করা হয়েছে, এবং পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























