ইরানে পৃথক দুই হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন।গতকাল শুক্রবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
চিস্তান ও বেলুচিস্তানের খাশ-ইরানশাহর রুটে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার । পুলিশের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে তারা জানায়,হামলাকারীরা দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে তাদের ধরতে তল্লাশি চলছে।
সীমান্তবর্তী প্রদেশ চিন্তান ও বেলুচিস্তানের শহর ইরানশাহর রাজধানী জাহেদান থেকে ৩৩৭ কিলোমিটার দূরে অবস্থিত।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সূত্র জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জইশ-ই-আদল জঙ্গিগোষ্ঠী জড়িত থাকতে পারে। সাম্প্রতিক বছরগুলোকে এই প্রদেশে পুলিশের ওপর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























