মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় কাভার্ড ভ্যান উল্টে পড়ল প্রাইভেট কারের ওপর, প্রাণ গেল চারজনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পল্লীবিদ্যুত অফিস সংলগ্ন ইউর্টান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জেলার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। তবে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী লেন থেকে প্রাইভেট কার চালক আবুল হাশেম ইউটার্ন এলাকায় ঢাকামুখী পথে প্রবেশ করছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রাইভেট কারটি চাপা পড়ে ঘটনাস্থলেই ভেতরে থাকা চার যাত্রী নিহত হয়। একই সময়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় থাকা আরো তিনজন আহত হয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর হাইওয়ে ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন।

হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের সবাই একই পরিবারের। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সূত্র: কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

কুমিল্লায় কাভার্ড ভ্যান উল্টে পড়ল প্রাইভেট কারের ওপর, প্রাণ গেল চারজনের

প্রকাশিত সময় : ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পল্লীবিদ্যুত অফিস সংলগ্ন ইউর্টান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জেলার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। তবে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী লেন থেকে প্রাইভেট কার চালক আবুল হাশেম ইউটার্ন এলাকায় ঢাকামুখী পথে প্রবেশ করছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রাইভেট কারটি চাপা পড়ে ঘটনাস্থলেই ভেতরে থাকা চার যাত্রী নিহত হয়। একই সময়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় থাকা আরো তিনজন আহত হয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর হাইওয়ে ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন।

হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের সবাই একই পরিবারের। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সূত্র: কালের কণ্ঠ