রাজশাহীর পুঠিয়ার সাজাপ্রাপ্ত আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার (২৪ আগস্ট) রাতে যশোরের কোতোয়ালি থেকে জোনায়েদ বাগদাদ (৩০) সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করে পুঠিয়া থানা পুলিশ।
আটককৃত আসামী উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ সরাফতুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ০২ টি সিআর সাজাপ্রাপ্ত মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
একটি গোপন সংবাদ এর ভিত্তিতে গত শনিবার যশোরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার হয়েছে। আজ ২৫ আগষ্ট পুঠিয়া থানায় আসামিকে নিয়ে আশা হয়।
এই বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ও এএসআই সেলিম রেজার নেতৃত্বের একটি টিম যশোরের কোতোয়ালী এলাকা থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার থানায় নিয়ে আসে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রিপোর্টারের নাম 
























