রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গোপন চিঠির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকের পথে ভারত-চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বাণিজ্য যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত ও চীন সম্পর্ক স্বাভাবিক করার পথে রয়েছে। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি গোপন চিঠি পাঠান চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। যদিও বার্তাটি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশেই দেওয়া। ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, জুনের আগে মোদি প্রশাসন চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। তবে আগস্ট থেকে বদলাতে শুরু করে চিত্র।

ট্রাম্পের আরোপিত শুল্কে অর্থনৈতিক চাপে পড়ে সীমান্ত বিরোধ মেটাতে সম্মত হয় ভারত ও চীন। এরই মধ্যে চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন মোদি। যুক্তরাষ্ট্রের অস্বস্তি : ভারত-চীনের এই ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর। কারণ দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে বেইজিংয়ে পাল্টা মহড়া হিসেবে গড়ে তুলতে চাইছে ওয়াশিংটন। কিন্তু ট্রাম্পের শুল্কারোপের কারণে সেই কৌশল দুর্বল হয়ে পড়েছে। কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অ্যাশলে টেলিস বলেন, ‘ট্রাম্প ভারতকে শত্রুতে পরিণত করে নয়াদিল্লি ও বেইজিংকে আবার কাছাকাছি নিয়ে এসেছেন। ’ সম্পর্ক স্বাভাবিকীকরণ : মোদির প্রশাসন দীর্ঘদিন ধরেই চীনের সঙ্গে উত্তেজনা প্রশমনের পথ খুঁজছিল। ২০২৩ সালে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রায় সম্মত হয়েই গিয়েছিল দুই পক্ষ।

তবে কয়েকটি জটিল চুক্তি তাতে বাগড়া দেয়। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেন। এর আগে গত জুলাইয়ে চীন সফর করেন জয়শঙ্কর। আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কয়েক দফা চীন সফর করেছেন। সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এরই মধ্যে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাস থেকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।

চীন ইউরিয়া সরবরাহ সহজ করেছে এবং ভারত চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা ফের চালু করেছে। এ ছাড়া আদানি গ্রুপ চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির সঙ্গে অংশীদারের আলোচনায় রয়েছে। একই সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং জেএসডব্লিউ গ্রুপও চীনা সংস্থাগুলোর সঙ্গে গোপন চুক্তির পথে এগোচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গোপন চিঠির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকের পথে ভারত-চীন

প্রকাশিত সময় : ১১:১৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বাণিজ্য যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত ও চীন সম্পর্ক স্বাভাবিক করার পথে রয়েছে। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি গোপন চিঠি পাঠান চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। যদিও বার্তাটি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশেই দেওয়া। ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, জুনের আগে মোদি প্রশাসন চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। তবে আগস্ট থেকে বদলাতে শুরু করে চিত্র।

ট্রাম্পের আরোপিত শুল্কে অর্থনৈতিক চাপে পড়ে সীমান্ত বিরোধ মেটাতে সম্মত হয় ভারত ও চীন। এরই মধ্যে চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন মোদি। যুক্তরাষ্ট্রের অস্বস্তি : ভারত-চীনের এই ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর। কারণ দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে বেইজিংয়ে পাল্টা মহড়া হিসেবে গড়ে তুলতে চাইছে ওয়াশিংটন। কিন্তু ট্রাম্পের শুল্কারোপের কারণে সেই কৌশল দুর্বল হয়ে পড়েছে। কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অ্যাশলে টেলিস বলেন, ‘ট্রাম্প ভারতকে শত্রুতে পরিণত করে নয়াদিল্লি ও বেইজিংকে আবার কাছাকাছি নিয়ে এসেছেন। ’ সম্পর্ক স্বাভাবিকীকরণ : মোদির প্রশাসন দীর্ঘদিন ধরেই চীনের সঙ্গে উত্তেজনা প্রশমনের পথ খুঁজছিল। ২০২৩ সালে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রায় সম্মত হয়েই গিয়েছিল দুই পক্ষ।

তবে কয়েকটি জটিল চুক্তি তাতে বাগড়া দেয়। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেন। এর আগে গত জুলাইয়ে চীন সফর করেন জয়শঙ্কর। আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কয়েক দফা চীন সফর করেছেন। সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এরই মধ্যে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাস থেকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।

চীন ইউরিয়া সরবরাহ সহজ করেছে এবং ভারত চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা ফের চালু করেছে। এ ছাড়া আদানি গ্রুপ চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির সঙ্গে অংশীদারের আলোচনায় রয়েছে। একই সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং জেএসডব্লিউ গ্রুপও চীনা সংস্থাগুলোর সঙ্গে গোপন চুক্তির পথে এগোচ্ছে।