রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ-জাপাসহ ১৪ দলের বিরুদ্ধে বিচারের দাবি ২২ দলের

আওয়মী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে বিচারের দাবিতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ২২টি রাজনৈতিক দল একমত হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে নূরুল হকের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এ ছাড়া নূরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রুততম সময়ে সব দলের উদ্যোগে একটি সর্বদলীয় প্রতিবাদ সভার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সব পক্ষের মধ্যে ভেদাভেদ ভুলে পুনরায় ঐক্য গড়ার ব্যাপারেও সম্মতি হয়।

রাশেদ খান আরও বলেন, নূরের ওপর হামলা ছিল একটি টেস্ট কেস। তারা বুঝতে চেয়েছে, বিষয়টিতে কী ধরনের প্রতিক্রিয়া হয়।

২২ দলের এ বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপিসহ ২২টি দল সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন। এ ছাড়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে সবাই একমত হন। একই সঙ্গে শহীদ মিনারে সংহতি সমাবেশ আয়োজনে ২২টি দল একযোগে থাকবে বলেও একমত পোষণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আ.লীগ-জাপাসহ ১৪ দলের বিরুদ্ধে বিচারের দাবি ২২ দলের

প্রকাশিত সময় : ০৬:৪৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

আওয়মী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে বিচারের দাবিতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ২২টি রাজনৈতিক দল একমত হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে নূরুল হকের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এ ছাড়া নূরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রুততম সময়ে সব দলের উদ্যোগে একটি সর্বদলীয় প্রতিবাদ সভার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সব পক্ষের মধ্যে ভেদাভেদ ভুলে পুনরায় ঐক্য গড়ার ব্যাপারেও সম্মতি হয়।

রাশেদ খান আরও বলেন, নূরের ওপর হামলা ছিল একটি টেস্ট কেস। তারা বুঝতে চেয়েছে, বিষয়টিতে কী ধরনের প্রতিক্রিয়া হয়।

২২ দলের এ বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপিসহ ২২টি দল সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন। এ ছাড়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে সবাই একমত হন। একই সঙ্গে শহীদ মিনারে সংহতি সমাবেশ আয়োজনে ২২টি দল একযোগে থাকবে বলেও একমত পোষণ করে।