শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ মিনিটের অভিবাদন, কাঁদলেন ডোয়াইন জনসন

ছবির গল্পটা বিখ্যাত রেসলার মার্ক কেরের জীবন নিয়ে। আর তাঁর ভূমিকায় অভিনয় করেছেন রেসলিং জগতের আরেক কিংবদন্তি দ্য রক তথা ডোয়াইন জনসন। সেই ছবি প্রদর্শিত হয়েছে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায়। আর মুগ্ধতায় ভেসে গেল গোটা থিয়েটার। সোমবার রাতে প্রদর্শনী শেষে টানা ১৫ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন [দাঁড়িয়ে করতালি] পেয়েছে ‘দ্য স্ম্যাশিং মেশিন’।

এ বছরের অন্যতম দীর্ঘ অভিবাদন এটি। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জনসন নিজেও। সবার করতালি আর বাহবায় আপু্লত হয়ে যান তিনি। চোখ ভিজে আসে ৫৩ বছর বয়সী এ তারকার। অতীতে ‘দ্য মমি’, ‘ব্ল্যাক অ্যাডাম’ কিংবা ‘বেওয়াচ’-এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন বটে। কিন্তু এমন ভূয়সী প্রশংসার সাক্ষী হলেন প্রথমবার। তাই আবেগের স্রোত আটকে রাখতে পারেননি। ছবিতে মার্ক কেরের প্রেমিকা ডন স্পেপলসের চরিত্রে আছেন এমিলি ব্লান্ট। অস্কারজয়ী ‘ওপেনহাইমার’-এর সুবাদে দারুণ সময় যাচ্ছে তাঁর।

এবার ‘দ্য স্ম্যাশিং মেশিন’ দিয়ে ফের নজর কাড়ছেন। স্ট্যান্ডিং ওভেশনের সময় জনসনের পাশেই ছিলেন এমিলি। এ সময় দুজনকেই জড়িয়ে ধরেন ছবির নির্মাতা বেনি সাফদি। এটিই বেনির প্রথম চলচ্চিত্র। আর শুরুতেই যেন বাজিমাত করলেন তিনি। এক সাক্ষাৎকারে ছবিটির প্রসঙ্গে দ্য রক বলেছেন, ‘আমি এখন ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি, যেখানে নিজেকে ব্যতিক্রম চ্যালেঞ্জের মুখোমুখি করতে চাই। এমন ছবি করতে চাই, সমাজে যেগুলোর প্রভাব পড়বে, যেগুলো মানবিকতা ও মানুষের লড়াইয়ের গল্প থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

১৫ মিনিটের অভিবাদন, কাঁদলেন ডোয়াইন জনসন

প্রকাশিত সময় : ১০:৫৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ছবির গল্পটা বিখ্যাত রেসলার মার্ক কেরের জীবন নিয়ে। আর তাঁর ভূমিকায় অভিনয় করেছেন রেসলিং জগতের আরেক কিংবদন্তি দ্য রক তথা ডোয়াইন জনসন। সেই ছবি প্রদর্শিত হয়েছে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায়। আর মুগ্ধতায় ভেসে গেল গোটা থিয়েটার। সোমবার রাতে প্রদর্শনী শেষে টানা ১৫ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন [দাঁড়িয়ে করতালি] পেয়েছে ‘দ্য স্ম্যাশিং মেশিন’।

এ বছরের অন্যতম দীর্ঘ অভিবাদন এটি। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জনসন নিজেও। সবার করতালি আর বাহবায় আপু্লত হয়ে যান তিনি। চোখ ভিজে আসে ৫৩ বছর বয়সী এ তারকার। অতীতে ‘দ্য মমি’, ‘ব্ল্যাক অ্যাডাম’ কিংবা ‘বেওয়াচ’-এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন বটে। কিন্তু এমন ভূয়সী প্রশংসার সাক্ষী হলেন প্রথমবার। তাই আবেগের স্রোত আটকে রাখতে পারেননি। ছবিতে মার্ক কেরের প্রেমিকা ডন স্পেপলসের চরিত্রে আছেন এমিলি ব্লান্ট। অস্কারজয়ী ‘ওপেনহাইমার’-এর সুবাদে দারুণ সময় যাচ্ছে তাঁর।

এবার ‘দ্য স্ম্যাশিং মেশিন’ দিয়ে ফের নজর কাড়ছেন। স্ট্যান্ডিং ওভেশনের সময় জনসনের পাশেই ছিলেন এমিলি। এ সময় দুজনকেই জড়িয়ে ধরেন ছবির নির্মাতা বেনি সাফদি। এটিই বেনির প্রথম চলচ্চিত্র। আর শুরুতেই যেন বাজিমাত করলেন তিনি। এক সাক্ষাৎকারে ছবিটির প্রসঙ্গে দ্য রক বলেছেন, ‘আমি এখন ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি, যেখানে নিজেকে ব্যতিক্রম চ্যালেঞ্জের মুখোমুখি করতে চাই। এমন ছবি করতে চাই, সমাজে যেগুলোর প্রভাব পড়বে, যেগুলো মানবিকতা ও মানুষের লড়াইয়ের গল্প থাকবে।’