শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি তিন মানবাধিকার সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলিদের বিরুদ্ধে আইসিসি (আন্তর্জাতিক অপরাধ আদালত)-তে মামলা চালানোর প্রচেষ্টার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর মিডলইস্ট আইয়ের।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর), আল-হক এবং আল-মেজান সেন্টার ফর হিউম্যান রাইটসকে ‘স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পারসনস লিস্ট’-এ যুক্ত করে।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘ফিলিস্তিনি সংগঠনগুলো শুধু আমাদের বিরুদ্ধেই কাজ করেনি, বরং যুক্তরাষ্ট্র এবং সমগ্র পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেও কাজ করেছে।’

এদিকে গাজাজুড়ে ইসরায়েলি সেনাদের তীব্র হামলায় মাত্র ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতদের অন্তত ৩০ শতাংশই শিশু। অর্থাৎ অক্টোবর ২০২৩ থেকে প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজার ২৩১ জন নিহত এবং ১ লাখ ৬১ হাজার ৫৮৩ জন আহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত সময় : ০৮:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি তিন মানবাধিকার সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলিদের বিরুদ্ধে আইসিসি (আন্তর্জাতিক অপরাধ আদালত)-তে মামলা চালানোর প্রচেষ্টার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর মিডলইস্ট আইয়ের।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর), আল-হক এবং আল-মেজান সেন্টার ফর হিউম্যান রাইটসকে ‘স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পারসনস লিস্ট’-এ যুক্ত করে।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘ফিলিস্তিনি সংগঠনগুলো শুধু আমাদের বিরুদ্ধেই কাজ করেনি, বরং যুক্তরাষ্ট্র এবং সমগ্র পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেও কাজ করেছে।’

এদিকে গাজাজুড়ে ইসরায়েলি সেনাদের তীব্র হামলায় মাত্র ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতদের অন্তত ৩০ শতাংশই শিশু। অর্থাৎ অক্টোবর ২০২৩ থেকে প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজার ২৩১ জন নিহত এবং ১ লাখ ৬১ হাজার ৫৮৩ জন আহত হয়েছেন।