কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন কর হয়েছে।
লালন আখড়াবাড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেন বলেন, রাজবাড়ীতে একটি ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে বাড়তি সতর্কতার কারণে আমাদের পুলিশ লাইন থেকে এখানে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, শনিবার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সতর্কতামূলক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, কিছু কিছু ইস্যু নিয়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























