মা জাহানারা বেগম ভারতের বাসিন্দা। ৬৫ বছর বয়সে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
জাহানারা বেগমের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে বাংলাদেশের চুয়াডাঙ্গার দামুড়হুদার আনন্দবাস গ্রামে। বিয়ের পর থেকে তিনি স্থায়ীভাবে এখানে বসবাস করছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শেষবারের মতো মায়ের মুখ দেখার আকুতি জানান।
মেয়ের এই মানবিক আবেদনকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। তারা সাড়া দিলে দুই বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সীমান্তের মেইন পিলারের কাছে শূন্যরেখায় জাহানারা বেগমের মরদেহ আনা হয়। সেখানে মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পান তার মেয়ে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















