শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে যেভাবে দিতে হবে ভোট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্প্রতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে  ২১টি ভোটকেন্দ্রের ২২৪টি বুথে ভোট শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এরই মধ্যে ভোট দেওয়ার নিয়মকানুন ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস। এই ভিডিও চিত্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় পেজে প্রকাশ করা হয়েছে।

অন্যবারের তুলনায় এবার জাকসুতে ব্যালটের আকার বেড়েছে। জাকসুর জন্য তিন পৃষ্ঠার এবং দুটি হলের জন্য দুই পৃষ্ঠার এবং বাকি হলগুলোর জন্য এক পাতার ব্যালট পেপার ছাপানো হয়েছে।

ভোটার তার সুবিধামত সময়ে নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। ভোটার তালিকায় প্রদত্ত ছবির সঙ্গে চেহারা মিলিয়ে এবং অন্যান্য তথ্য যাচাই করে ভোটারকে শনাক্ত করবেন পোলিং কর্মকর্তা। পরিচয় নিশ্চিত হওয়ার পর, ভোটার তালিকায় টিক চিহ্ন প্রদান করবেন পোলিং কর্মকর্তা। এরপর ভোটার নিজে তার নামের পাশে স্বাক্ষর করবেন।

পোলিং কর্মকর্তাকে নম্বর জানিয়ে ভোটার ব্যালট নিয়ে গোপন ভোট কক্ষে প্রবেশ করবেন। সেখানে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ব্যালট পেপার থেকে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করে ভোটার প্রার্থীটির পাশের ঘরে স্পষ্টভাবে টিক চিহ্ন দেবেন।  টিক চিহ্নটি ঘরের বাইরে না যাওয়ার বিষয়টি লক্ষ্য রাখতে হবে ভোটারকে।

ভোটদান সম্পন্ন হলে, ব্যালট পেপারটি নির্ধারিত বাক্সে জমা দেবেন ভোটার। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের জন্য দুটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপারটি এমনভাবে ভাঁজ করতে হবে, যাতে শুধুমাত্র তার পেছনের খালি পৃষ্ঠা দেখা যায় এবং পরে সেটি নির্ধারিত বাক্সে ফেলতে হবে। এর মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের বিশ্বস্ত কোনো সহপাঠীকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করবেন। সেখানে তার নির্দেশনা মোতাবেক তার সহপাঠী ব্যালট পেপারে টিক চিহ্ন দেবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ৩১৫ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৬২২ জন। এর মধ্যে বিভিন্ন পদে ছাত্র ৪৪৯ জন ও ছাত্রী ১৭৩ জন। কেন্দ্রীয় সংসদে ১৭৯ প্রার্থীর মধ্যে ছাত্র ১৩৩ এবং ছাত্রী ৪৬ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাকসু নির্বাচনে যেভাবে দিতে হবে ভোট

প্রকাশিত সময় : ১০:৩৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্প্রতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে  ২১টি ভোটকেন্দ্রের ২২৪টি বুথে ভোট শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এরই মধ্যে ভোট দেওয়ার নিয়মকানুন ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস। এই ভিডিও চিত্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় পেজে প্রকাশ করা হয়েছে।

অন্যবারের তুলনায় এবার জাকসুতে ব্যালটের আকার বেড়েছে। জাকসুর জন্য তিন পৃষ্ঠার এবং দুটি হলের জন্য দুই পৃষ্ঠার এবং বাকি হলগুলোর জন্য এক পাতার ব্যালট পেপার ছাপানো হয়েছে।

ভোটার তার সুবিধামত সময়ে নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। ভোটার তালিকায় প্রদত্ত ছবির সঙ্গে চেহারা মিলিয়ে এবং অন্যান্য তথ্য যাচাই করে ভোটারকে শনাক্ত করবেন পোলিং কর্মকর্তা। পরিচয় নিশ্চিত হওয়ার পর, ভোটার তালিকায় টিক চিহ্ন প্রদান করবেন পোলিং কর্মকর্তা। এরপর ভোটার নিজে তার নামের পাশে স্বাক্ষর করবেন।

পোলিং কর্মকর্তাকে নম্বর জানিয়ে ভোটার ব্যালট নিয়ে গোপন ভোট কক্ষে প্রবেশ করবেন। সেখানে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ব্যালট পেপার থেকে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করে ভোটার প্রার্থীটির পাশের ঘরে স্পষ্টভাবে টিক চিহ্ন দেবেন।  টিক চিহ্নটি ঘরের বাইরে না যাওয়ার বিষয়টি লক্ষ্য রাখতে হবে ভোটারকে।

ভোটদান সম্পন্ন হলে, ব্যালট পেপারটি নির্ধারিত বাক্সে জমা দেবেন ভোটার। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের জন্য দুটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপারটি এমনভাবে ভাঁজ করতে হবে, যাতে শুধুমাত্র তার পেছনের খালি পৃষ্ঠা দেখা যায় এবং পরে সেটি নির্ধারিত বাক্সে ফেলতে হবে। এর মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের বিশ্বস্ত কোনো সহপাঠীকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করবেন। সেখানে তার নির্দেশনা মোতাবেক তার সহপাঠী ব্যালট পেপারে টিক চিহ্ন দেবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ৩১৫ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৬২২ জন। এর মধ্যে বিভিন্ন পদে ছাত্র ৪৪৯ জন ও ছাত্রী ১৭৩ জন। কেন্দ্রীয় সংসদে ১৭৯ প্রার্থীর মধ্যে ছাত্র ১৩৩ এবং ছাত্রী ৪৬ জন।