সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবস্থান নেন বিক্ষুব্ধরা।
জানা যায়, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) সংসদীয় আসনে নেওয়ার প্রতিবাদে এবং ইউনিয়ন দুটি পুনরায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার সঙ্গে সংযুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। দাবি পূরণের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) এবং গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ও বুধবার (১০ সেপ্টেম্বর) একই দাবিতে সড়ক অবরোধ হয়েছিল।
খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ করে দেন স্থানীয়রা। ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় সকাল থেকেই সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। পরে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাস স্ট্যান্ড, নোয়াপাড়া বাস স্ট্যান্ড, ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়, আলগি ইউনিয়নের সুয়াদীসহ কয়েকটি পয়েন্টে সড়ক আটকে দেওয়া হয়।
এদিকে ঢাকা-খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। সকাল সাড়ে ৭টা থেকে অবরোধ শুরু হয়।
কৈডুবি রেল গেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টা থেকে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয়রা। ফলে কোনো ট্রেন যাতায়াত করেনি।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় সকাল ৮টা ১৫ মিনিটে পৌঁছনোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গা পৌঁছতে পারেনি, মুকসুদপুর এলাকায় অবস্থান করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ‘ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। স্থানীয়রা তাদের দাবি নিয়ে সড়কে অবস্থান করছেন।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















