গাজা উপত্যকা ফিলিস্তিনের ভূমি, আগ্রাসন চালিয়ে তা কেড়ে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল বুধবার কাতারে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শুরা কাউন্সিলে দেওয়া বক্তব্যে যুবরাজ জানান, এই সময়ে সম্পূর্ণভাবে কাতারের পাশে আছে সৌদি আরব। যেকোনো পরিস্থিতিতে যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত তারা।
সৌদি যুবরাজ আরও বলেন, গাজা উপত্যকা ফিলিস্তিনের ভূমি, আগ্রাসন চালিয়ে তা কেড়ে নেওয়া যাবে না। সৌদি আরব দ্বিরাষ্ট্র নীতি সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ে কাজ করবে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























