শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে যে বার্তা দিলেন নেপালের প্রেসিডেন্ট

নেপালে চলতি সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত এবং পার্লামেন্ট ভবনে আগুন দেয়ার পর সৃষ্ট সংকট দ্রুত নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি পরামর্শ করছি এবং দেশের বিদ্যমান কঠিন পরিস্থিতির সাংবিধানিক সমাধান বের করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

প্রেসিডেন্ট বলেন, আন্দোলনরত নাগরিকদের দাবিগুলো মেটাতে যত দ্রুত সম্ভব সমাধান খোঁজা হচ্ছে। আমি সব পক্ষকে আমার ওপর আস্থা রাখার আহ্বান জানাচ্ছি।

৭৩ বছর বয়সী কেপি শর্মা ওলি মঙ্গলবার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।সংবিধান অনুযায়ী, ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট পাউদেলের উচিত সংসদের সবচেয়ে বড় দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো।

সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বুধবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ‘জেনারেশন জেড’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান সেনাবাহিনীর এক মুখপাত্র।

হিমালয় কন্যা নেপালে তিন কোটি মানুষ বসবাস করেন। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার পর সেনাবাহিনী দেশটিতে কারফিউ জারি করেছে।

নেপালি জনগণকে ‘সংযমী হওয়া এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার’ আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পাউদেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাতির উদ্দেশে যে বার্তা দিলেন নেপালের প্রেসিডেন্ট

প্রকাশিত সময় : ১১:২১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নেপালে চলতি সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত এবং পার্লামেন্ট ভবনে আগুন দেয়ার পর সৃষ্ট সংকট দ্রুত নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি পরামর্শ করছি এবং দেশের বিদ্যমান কঠিন পরিস্থিতির সাংবিধানিক সমাধান বের করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

প্রেসিডেন্ট বলেন, আন্দোলনরত নাগরিকদের দাবিগুলো মেটাতে যত দ্রুত সম্ভব সমাধান খোঁজা হচ্ছে। আমি সব পক্ষকে আমার ওপর আস্থা রাখার আহ্বান জানাচ্ছি।

৭৩ বছর বয়সী কেপি শর্মা ওলি মঙ্গলবার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।সংবিধান অনুযায়ী, ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট পাউদেলের উচিত সংসদের সবচেয়ে বড় দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো।

সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বুধবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ‘জেনারেশন জেড’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান সেনাবাহিনীর এক মুখপাত্র।

হিমালয় কন্যা নেপালে তিন কোটি মানুষ বসবাস করেন। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার পর সেনাবাহিনী দেশটিতে কারফিউ জারি করেছে।

নেপালি জনগণকে ‘সংযমী হওয়া এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার’ আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পাউদেল।