শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ভবন, নিহত ৫৩

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে আরও ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সিটির অন্তত ১৬টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে তিনটি আবাসিক টাওয়ার।

গাজা সিটির দক্ষিণ রিমাল এলাকার আল-কাওসার টাওয়ারকে লক্ষ্য করে দুই ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভবনটি ধ্বংস করে। এই অবিরাম বোমাবর্ষণে হাজার হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শুধু গাজা সিটিতেই রবিবার ৩৫ জন নিহত হয়েছেন। উত্তর গাজা শহর দখল ও জনগণকে উচ্ছেদ করতে ইসরায়েল হামলা জোরদার করেছে।

এছাড়া, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুষ্টিহীনতায় আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন। ফলে এ নিয়ে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২২ জনে।

বাস্তুহারা মারওয়ান আল-সাফি বলেন, ‘আমরা জানি না কোথায় যাব। এই পরিস্থিতির সমাধান চাই। আমরা এখানে মরছি।’

গাজার সরকারি গণমাধ্যম অফিস ইসরায়েলের এই হামলাকে পরিকল্পিত বোমাবর্ষণ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে, এর উদ্দেশ্য হলো গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি।

এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল সশস্ত্র গোষ্ঠীগুলোকে টার্গেট করছে বলে দাবি করলেও বাস্তবে দেখা যাচ্ছে তারা স্কুল, মসজিদ, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, শহর, আবাসিক ভবন, তাঁবু এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যালয় ধ্বংস করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ভবন, নিহত ৫৩

প্রকাশিত সময় : ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে আরও ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সিটির অন্তত ১৬টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে তিনটি আবাসিক টাওয়ার।

গাজা সিটির দক্ষিণ রিমাল এলাকার আল-কাওসার টাওয়ারকে লক্ষ্য করে দুই ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভবনটি ধ্বংস করে। এই অবিরাম বোমাবর্ষণে হাজার হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শুধু গাজা সিটিতেই রবিবার ৩৫ জন নিহত হয়েছেন। উত্তর গাজা শহর দখল ও জনগণকে উচ্ছেদ করতে ইসরায়েল হামলা জোরদার করেছে।

এছাড়া, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুষ্টিহীনতায় আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন। ফলে এ নিয়ে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২২ জনে।

বাস্তুহারা মারওয়ান আল-সাফি বলেন, ‘আমরা জানি না কোথায় যাব। এই পরিস্থিতির সমাধান চাই। আমরা এখানে মরছি।’

গাজার সরকারি গণমাধ্যম অফিস ইসরায়েলের এই হামলাকে পরিকল্পিত বোমাবর্ষণ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে, এর উদ্দেশ্য হলো গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি।

এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল সশস্ত্র গোষ্ঠীগুলোকে টার্গেট করছে বলে দাবি করলেও বাস্তবে দেখা যাচ্ছে তারা স্কুল, মসজিদ, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, শহর, আবাসিক ভবন, তাঁবু এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যালয় ধ্বংস করছে।