শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সানাইয়ের যৌতুকের মামলায় আত্মসমর্পণ করে স্বামীর জামিন

মডেল সানাই মাহবুবের করা যৌতুক দাবিতে শারীরিক-মানসিক নির্যাতনের মামলায় তার স্বামী আবূ সালেহ মূসা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

‎‎আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটমাহবুবুর রহমান শুনানি শেষে এই জামিনের আদেশ দিয়েছেন।

এদিন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলমের মাধ্যমে মূসা আত্মসমর্পণ জামিনের আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘আপনি (আদালত) মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছিলেন। আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছি। আমরা একটা হলফনামা দিয়েছি যে আমরা সংসার করতে চাই। আমরা বিষয়টি আপোস করে ফেলব। তার জামিন প্রার্থনা করছি।’

‎‎অন্যদিকে সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিনের বিরোধিতা করে বলেন, ‘যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছেন। সেই টাকার কি হবে। টাকা পয়সা নিয়েছেন, আবার যৌতুক চাচ্ছেন। তাছাড়া তিনি অপরাধ তো করেছেন।’

‎টাকা পয়সা নিয়েছে, এর জবাবে খোরশেদ আলম বলেন, ‘এটা ট্রায়ালের বিষয়।’ এরপর আদালত মূসার কাছে সংসারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সংসার করবেন।’

আদালতে কথা বলেন সানাই মাহবুবও। এ সময় তিনি কান্নাকাটি করেন।

‎‎উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বলেন, ‘এটা আপোসযোগ্য মামলা। আসামি সংসার করতে চান। তাকে সুযোগ দিতে হবে।’

পরে আপোসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেন।

‎উল্লেখ্য, ‎গত ৬ অগাস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মূসা।

‎‎মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময়ে সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সে সময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মূসা খরচ করে ফেলেন। পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকিও দেন।

‎‎সানাইয়ের অভিযোগ, সংসার টিকিয়ে নিতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছেন তিনি। কিন্তু তার স্বামী ২২ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশ পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মূসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন।

‎উল্লেখ্য, ‎পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে শোবিজে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব। বিভিন্ন অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার দাবি মির্জা ফখরুলের

সানাইয়ের যৌতুকের মামলায় আত্মসমর্পণ করে স্বামীর জামিন

প্রকাশিত সময় : ০৫:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মডেল সানাই মাহবুবের করা যৌতুক দাবিতে শারীরিক-মানসিক নির্যাতনের মামলায় তার স্বামী আবূ সালেহ মূসা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

‎‎আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটমাহবুবুর রহমান শুনানি শেষে এই জামিনের আদেশ দিয়েছেন।

এদিন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলমের মাধ্যমে মূসা আত্মসমর্পণ জামিনের আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘আপনি (আদালত) মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছিলেন। আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছি। আমরা একটা হলফনামা দিয়েছি যে আমরা সংসার করতে চাই। আমরা বিষয়টি আপোস করে ফেলব। তার জামিন প্রার্থনা করছি।’

‎‎অন্যদিকে সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিনের বিরোধিতা করে বলেন, ‘যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছেন। সেই টাকার কি হবে। টাকা পয়সা নিয়েছেন, আবার যৌতুক চাচ্ছেন। তাছাড়া তিনি অপরাধ তো করেছেন।’

‎টাকা পয়সা নিয়েছে, এর জবাবে খোরশেদ আলম বলেন, ‘এটা ট্রায়ালের বিষয়।’ এরপর আদালত মূসার কাছে সংসারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সংসার করবেন।’

আদালতে কথা বলেন সানাই মাহবুবও। এ সময় তিনি কান্নাকাটি করেন।

‎‎উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বলেন, ‘এটা আপোসযোগ্য মামলা। আসামি সংসার করতে চান। তাকে সুযোগ দিতে হবে।’

পরে আপোসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেন।

‎উল্লেখ্য, ‎গত ৬ অগাস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মূসা।

‎‎মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময়ে সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সে সময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মূসা খরচ করে ফেলেন। পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকিও দেন।

‎‎সানাইয়ের অভিযোগ, সংসার টিকিয়ে নিতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছেন তিনি। কিন্তু তার স্বামী ২২ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশ পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মূসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন।

‎উল্লেখ্য, ‎পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে শোবিজে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব। বিভিন্ন অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি।