আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বড়লেখা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বড়লেখা থানা আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম.কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে মণ্ডপগুলোর নিরাপত্তায় যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন ও দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার জেলা মজলিশের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী তানিম আহমেদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শৈলেশ চন্দ্র রায়, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিধান চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, বড়লেখা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পালসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি -সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।