সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘‘এ বছর দেশে প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ড সমন্বিতভাবে কাজ করছে।’’

তিনি আরো বলেন, ‘‘আগামী ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২ অক্টোবর বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে। আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সব সময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের পূজাও সেই ধারাবাহিকতায় সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’’

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘‘কিছু অসুস্থ মানসিকতার ব্যক্তি গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এ ধরনের অপতৎপরতা রোধে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।’’

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

প্রকাশিত সময় : ০৬:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘‘এ বছর দেশে প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ড সমন্বিতভাবে কাজ করছে।’’

তিনি আরো বলেন, ‘‘আগামী ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২ অক্টোবর বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে। আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সব সময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের পূজাও সেই ধারাবাহিকতায় সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’’

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘‘কিছু অসুস্থ মানসিকতার ব্যক্তি গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এ ধরনের অপতৎপরতা রোধে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।’’

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।