মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত।

অবরোধের কারণে আজ সকাল থেকে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। শহর এলাকায় বেটারিচালিত কিছু অটোরিকশা চলাচল করতে দেখা যায়।

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে ফেরার পথে কয়েকজন যুবক ওই শিক্ষার্থীকে চেতনানাশক লাগিয়ে অচেতন করে গণধর্ষণ করে। খোঁজাখুজির পর রাত ১১টার দিকে শিক্ষার্থীকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এ ঘটনা ভুক্তভোগীর বাবা নাম না জানা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ শয়ন শীল নামে একজনকে আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

প্রকাশিত সময় : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত।

অবরোধের কারণে আজ সকাল থেকে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। শহর এলাকায় বেটারিচালিত কিছু অটোরিকশা চলাচল করতে দেখা যায়।

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে ফেরার পথে কয়েকজন যুবক ওই শিক্ষার্থীকে চেতনানাশক লাগিয়ে অচেতন করে গণধর্ষণ করে। খোঁজাখুজির পর রাত ১১টার দিকে শিক্ষার্থীকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এ ঘটনা ভুক্তভোগীর বাবা নাম না জানা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ শয়ন শীল নামে একজনকে আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।