1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

চূড়ান্ত ভোটার তালিকায় ফিরলো বাদ পড়া ১৫ ক্লাব

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক খসড়ায় বাদ পড়া ১৫টি ক্লাব শেষ পর্যন্ত ফের কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে।

দুদকের পর্যবেক্ষণের কারণে বিতর্কিতভাবে এসব ক্লাবকে খসড়া তালিকায় রাখা হয়নি। তবে বিসিবি নির্বাচন কমিশনের শুনানিতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের দাবি ও যুক্তির পরিপ্রেক্ষিতে অবশেষে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের ভোটাধিকার।

ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে এবারের নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একইসঙ্গে তিনি গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তামিমসহ কয়েকটি ক্লাবের প্রতিনিধি শুনানিতে উপস্থিত হয়ে জানিয়েছিলেন— কাউন্সিলরশিপ হারালে প্রায় ৩০০ ক্রিকেটার ও তাদের পরিবারের জীবন–জীবিকা হুমকির মুখে পড়বে। তাদের বক্তব্যের একদিন পরই কমিশন ১৫ ক্লাবকে ভোটাধিকার ফিরিয়ে দেয়।

চূড়ান্ত তালিকায় ভোট দিতে বাধাহীনভাবে জায়গা করে নিয়েছে এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।

এর মধ্যে সবচেয়ে আলোচিত ভাইকিংস ক্রিকেট একাডেমি। খসড়ায় বাদ পড়লেও চূড়ান্ত তালিকায় ফিরেছেন ক্লাবটির কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু।

খসড়া তালিকায় ফাঁকা থাকা পাঁচ জেলা ক্রীড়া সংস্থাও এবার জায়গা করে নিয়েছে। নওগাঁ থেকে মোহাম্মদ রুবায়েদ হক, বগুড়া থেকে মো. রাকিবুল ইসলাম, পাবনা থেকে মো. তওহীদ তারিক খান, সিরাজগঞ্জ থেকে মো. আব্দুল্লাহ আল মামুন ও সিলেট থেকে সৈয়দ ফজলে এলাহীকে কাউন্সিলর করা হয়েছে। তবে নরসিংদী জেলা এবারও কাউন্সিলরশিপ পায়নি।

সব মিলিয়ে নির্বাচন কমিশন মোট ১৯১ জন কাউন্সিলরের নাম প্রকাশ করেছে। অর্থাৎ বিসিবির আসন্ন নির্বাচনে ভোটের লড়াই হবে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব নিয়েই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD