1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

মুক্তি পেল প্রথম সিনেমা, নায়িকা লাপাত্তা!

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ পঠিত

চার বছর আগে শুটিং শেষ করে ২০২১ সালেই মুক্তির অনুমতি পেয়েছিল ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাটি। নানা ঘটনা কেন্দ্র করে শুটিংয়ের সময়েও হয়েছিল বিতর্ক। সব ঝামেলা কাটিয়ে গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি।

সিনেমা মুক্তি পেলেও এখন পর্যন্ত হদিস নেই সিনেমাটির নায়িকা নিশাত নাওয়ার সালওয়ার।

সিনেমাসংশ্লিষ্ট কারও সঙ্গে নেই কোনো যোগাযোগ। এমনকি ফেসবুকে সরব থাকলে নায়িকার ওয়ালে দেখা যায়নি সিনেমাসংশ্লিষ্ট কোনো খবর।
অবাক করা বিষয় হলো, নায়িকা এখন কোথায় আছেন, তা জানেন না ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও।

পরিচালক জানান, ছবি নিয়ে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান নানা ধরনের প্রচারণা চালালেও কোথাও নেই নায়িকা নিশাত সালওয়া।

গণমাধ্যমে ছবিটির পরিচালক বলেন, ‘নায়িকার সঙ্গে আমাদের কারও কোনো যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন, সে বিষয়ে কিছুই জানি না। যোগাযোগ থাকলে নাহয় বলা যেত। যেখানে কথাই হচ্ছে না, সেখানে ছবির প্রচারের বিষয়ে কিছুই বলার সুযোগও তো নেই।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন নিশাত সালওয়া। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তারপর নাম লেখান সিনেমায়। ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ তার প্রথম সিনেমা।

২০২০ সালে শুটিং শেষ করলেও মুক্তির জন্য কয়েকবার দিনক্ষণ ঠিক করেও তা পিছিয়ে যায়।

এরমধ্যে মুক্তি পায় নায়িকার অন্য দুই সিনেমা ‘বুবুজান’ ও ‘বীরত্ব’। এরপর তিনি অভিনয় করেছিলেন বরেণ্য অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীর পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ সিনেমায়। সেই সিনেমার শুটিং শেষ হলেও তা কবে মুক্তি পাবে কেউই জানেন না। তবে পাঁচ বছর আগে শুটিং শেষ করা নায়িকার প্রথম সিনেমা মুক্তি পেল শুক্রবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD