1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা ঘিরে আরএমপির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ পঠিত

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফুটানো, সকল প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন এবং পূজামণ্ডপের আশেপাশে ও প্রতিমা বিসর্জনকালে মাদক ও নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা চলাকালীন সময়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(১)(ঢ), ২৯(১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামণ্ডপ ও এর আশপাশে এবং প্রতিমা বিসর্জনকালে কোনো প্রকার মাদকদ্রব্য—হেরোইন, প্যাথেডিন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, দেশি-বিদেশি মদ, স্পিরিট/অ্যালকোহল ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া পূজা বিসর্জনের দিন উচ্চস্বরে মাইক বাজানো ও গান-বাজনাও নিষিদ্ধ করা হয়েছে।

আরএমপি জানিয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD