1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

সেলেনার বিয়েতে অতিথি তালিকায় কারা থাকছেন?

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ পঠিত

প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে যাচ্ছেন সেলেনা গোমেজ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) গায়ক বেনি ব্লাঙ্কোকে বিয়ে করতে যাচ্ছেন হলিউডের এই সুপারস্টার গায়িকা।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, তাদের বিশেষ দিনটি হবে ক্যালিফোর্নিয়ার আড়ম্বরপূর্ণ ছোঁয়াযুক্ত আয়োজন।

অনুষ্ঠানস্থলটি ঘরোয়া ও গ্ল্যামারের সংমিশ্রণ।

এখানে থাকবে একটি আউটডোর লাউঞ্জ, ককটেল কর্ণার এবং ১৭০ জনের বেশি অতিথির জন্য গৌরমেট খাবারের সেটআপ। একটি সাদা মার্কি প্রাইভেট মন্টেসিটো, সান্তা বারবারা কাউন্টি প্রাঙ্গণে বসানো হয়েছে। বড় ব্যাসের লাক্সারি টেন্টটি তালগাছ দিয়ে ঘেরা এবং সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কোর বিশেষ দিনের জন্য একেবারে নিখুঁত মনে হচ্ছে।

এন্টারটেইনমেন্ট টুনাইট-এর খবরে জানা গেছে, সেলেনা ও বেনি ২৬ সেপ্টেম্বর তাদের রিহার্সাল ডিনার সম্পন্ন করেছেন।

আর বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ ২৭ সেপ্টেম্বর।
প্রতিবেদন অনুযায়ী, সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফট এবং প্যারিস হিলটন, তার সিরিজ ‘ওনলি মার্ডার ইন দ্য বিল্ডিং’র সহঅভিনয়শিল্পী মার্টিন শর্ট এবং অ্যাশলি পার্ক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

একজন অভ্যন্তরীণ সূত্র জানিয়েছেন, এটি হবে একটি বড়, এ-লিস্ট তারকাবহুল বিয়ের অনুষ্ঠান। এর পরিকল্পনা করেছেন মিন্ডি ওয়েইস।

ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে, সেলেনার বিয়েতে যারা অতিথি হিসেবে আসছেন তাদের জন্য এল এনকান্টো হোটেল বুক করা হয়েছে। এক রাতের জন্য হোটেলটির এক রুম ভাড়া প্রায় সাড়ে তিন হাজারের ডলারেরও বেশি বলে জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, অতিথিরা এখনও রিহার্সাল ও বিয়ের সঠিক স্থানের খবর জানেন না। শাটল বাস দ্বারা হোটেল থেকে তাদের অনুষ্ঠানের স্থানে নেওয়া হবে। প্রায় ১৭০ জন অতিথি এই বিয়েতে অংশ নেবেন।

এছাড়া, সেলেনার কিছু বিশ্বস্ত দীর্ঘদিনের বন্ধু তার বিয়েতে যোগ দেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD