1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ পঠিত

ঢাকার আজিমপুরে সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাসভবনে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তার দায়রা শরীফ এলাকার বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান এ তথ্য জানান।

এখন পর্যন্ত বাসভবনের ভূগর্ভস্থ পার্কিং থেকে সংসদ সদস্যের লোগোসহ ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে বলে জানা গেছে। গুলশান আরা মাসুদা টাওয়ার নামের ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তারমধ্যে সংসদ সদস্যের লোগো সম্বলিত একটি গাড়ি রয়েছে।

হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান।

২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম।
পরে দুর্নীতির মামলায় দশ বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। সাজার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে  লালবাগ থানার একটি হত্যা মামলায় গত বছরের ২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD