জমে উঠেছে দুর্গাপূজার আমেজ। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের মতো করে মেতে উঠেছেন উৎসবে। অভিনেত্রী পূজা চেরীও এর ব্যতিক্রম নন। গতকাল অষ্টমীর আয়োজনে অংশ নিয়ে শুরু হয়েছে তাঁর দুর্গাপূজা।
একটি মণ্ডপে গিয়েছিলেন লাল শাড়ি পরে। দেবী দুর্গার প্রতিমাকে প্রণাম জানিয়ে সেরেছেন আচার। ফেসবুকে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদেরও।
পূজামণ্ডপে পূজা
পদ্মবিলে মন্দিরা
পূজা উৎসবে সবাই যায় মণ্ডপে।
প্রতিমার কারুকাজ দেখে, পরিবার-বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে আনন্দ করে। তবে মন্দিরা চক্রবর্তী একটু ভিন্নভাবে অষ্টমীর শুভেচ্ছা বিনিময় করলেন। লাল-সাদা শাড়িতে দেবীর সাজে তিনি ধরা দিলেন পদ্মবিল থেকে। হাজারো পদ্মফুলের মাঝে নৌকায় বসে রয়েছেন তিনি, তাঁর হাতেও একগুচ্ছ পদ্ম।
এ এ জুটনের তোলা ছবিগুলোতে মোহনীয়রূপেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবি পোস্ট করে সবার মঙ্গল কামনা করেছেন ‘কাজলরেখা’ অভিনেত্রী।