1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৯ পঠিত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ১৫০ জন আহত হয়েছেন। ধসে পড়েছে অনেক ভবন। নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধার তৎপরতা চলছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সেবুর উত্তর প্রান্তে বোগো শহরের কাছে উপকূলে ভূমিকম্পের উৎপত্তি হয়। পরপর চারটি শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে।

ভূমিকম্পে শত বছরের পুরনো একটি গির্জাসহ একাধিক ভবন ধসে পড়ে। সেবুর একটি সেতু প্রচণ্ডভাবে কেঁপে ওঠায় মোটরসাইকেল চালকেরা গাড়ি থামিয়ে রেলিং আঁকড়ে ধরেন। বিদ্যুৎ বিভ্রাটও হয়েছে বিভিন্ন এলাকায়।

সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানিয়েছেন, বেশ কিছু বাড়ি ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া ও আহতদের উদ্ধারে জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, “আমাদের ওষুধ, খাবার ও চিকিৎসক দলের জরুরি প্রয়োজন।”

সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান রেমিজিও শহর। শহরটির একটি স্পোর্টস কমপ্লেক্স ধসে পড়ে সাত জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দমকল ও কোস্টগার্ড সদস্যও রয়েছেন।

বোগো সিটিতে অন্তত ১৩ জন, মেডেলিন ও টাবুয়েলানে আরো দুজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD