1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২২ পঠিত

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দোকানে ঢুকে যায়

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর ৩ জনকে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- দাগনভূঞার খুশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামিমারা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জায়লস্কর এর আব্দুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)-সহ অজ্ঞাত (২০) আরো একজন।

আহতরা হলেন- জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), আব্দুল্লাহ (১৮ মাস), খোদেজা (৩০)। তারা ফেনী সদর হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে আশঙ্কাজনক হওয়ায় মিষ্টি (১৪), নাফসি (২৬) এবং সাহাব উদ্দিনকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দাগনভুঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ সিলোনিয়া বাজারের পাশে যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের দুঘর্টনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে তবে ড্রাইভার-হেলপার কাউকে পাওয়া যায়নি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD