1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টা আগে সরে গেলেন বাদল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২ পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের বাকি ৪৮ ঘণ্টা। হেভিওয়েট প্রার্থীরা অনেকেই সরে দাঁড়ানোয় নির্বাচনের আমেজ অনেকটাই কমে গেছে। সেই আমেজটা আরো কমিয়ে দিলেন অভিজ্ঞ সংগঠক লুৎফর রহমান বাদল।

লিজেন্ডস অফ রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান এবার কাউন্সিলর হয়েছিলেন। মনোনয়নপত্র তুলেছিলেন ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হওয়ার জন্য। কিন্তু নির্বাচনের ঠিক ৪৮ ঘন্টা আগে নিজের থেকে সরে গেছেন তিনি।

আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই। ভোটের ব্যালটে তার নামও থাকবে। কিন্তু ভোটারদের তিনি মেসেজ দিয়ে দিচ্ছেন, তিনি আর নির্বাচনে নেই।

কেন এই সিদ্ধান্ত কারণ ব্যাখ্যা করেননি এই ক্রিকেট সংগঠক। তবে সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছেন জানিয়ে তিনি বললেন, অদূর ভবিষ্যতে সময় পক্ষে পেলে তিনি সব খোলাসা করবেন।

“আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম‍্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারও দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাবো, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ‍্য হলাম।”

“কাঁদা ছোড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব‍্যর্থহীনভাবে বলতে চাই, একাধিক প‍্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন, তাদেরকে ধন‍্যবাদ।”

ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১২ জন। প্রার্থী ছিলেন ১৬ জন। বাদল সরে যাওয়ায় সংখ্যাটা আরো কমে গেল। খানিকটা জৌলুস থাকলেও সেটাও হারাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD