বিয়ের জন্য কেনা পোশাক পরে ছবি তুলেছিলেন শুভ দ্বীন ইসলাম। বাড়ি সাজানোর কাজসহ নানা আয়োজন নিজেই করেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসা আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা মিলে নাচ-গান করেছেন। শুভও এতে অংশ নেন। শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর তাঁর বিয়ে হওয়ার কথা ছিলো।
বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির কাছে নিজের চায়ের দোকানে যান শুভ। এরপর বাড়ি ফিরতে দেরি দেখে পরিবার খুঁজতে যায় তাঁকে। দোকানে গিয়ে তাঁরা দেখতে পান শুভ দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁ*স লাগিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃ*ত ঘোষণা করেন।
এ ঘটনা পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের মীর মদন গ্রামের। ২৬ বছরের তরুণ শুভ ছিলেন প্রবাসী নুরুল ইসলামের ছেলে। গ্রামে বাড়ির কাছেই তাঁর চায়ের দোকান ছিল।
শুভর দাদা আবদুর রব হাওলাদার বলেন, বিয়েতে শুভর সম্মতি ছিলো। বিয়ের সকল কেনাকাটা নিজেই করেছে। কেন এমন ঘটনা ঘটে গেল, আমি জানি না।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























