শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

রাজধানীর পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আদালতে অব্যাহতির আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল গণমাধ্যমকে জানান, বিগত সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। আদালত মামলার তথ্য পর্যালোচনা করে ২২ জন এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামিকে অব্যাহতি দিয়েছেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু, লিয়ন হক, বিএনপি নেতা লোকমান হোসেন ফকির, কাজী হাসিবুর রহমান শাকিল, এসএম আব্বাস।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় তৎকালীন ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনারের চালক ও কনস্টেবল মো. শাহীন আলম বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার দাবি মির্জা ফখরুলের

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

প্রকাশিত সময় : ০৫:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

রাজধানীর পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আদালতে অব্যাহতির আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল গণমাধ্যমকে জানান, বিগত সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। আদালত মামলার তথ্য পর্যালোচনা করে ২২ জন এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামিকে অব্যাহতি দিয়েছেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু, লিয়ন হক, বিএনপি নেতা লোকমান হোসেন ফকির, কাজী হাসিবুর রহমান শাকিল, এসএম আব্বাস।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় তৎকালীন ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনারের চালক ও কনস্টেবল মো. শাহীন আলম বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।