শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকেরা

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১০:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৬২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় জুলাই থেকে সেপ্টেম্বর—২০২৫ পর্যন্ত উদ্ধার হওয়া হারানো মোবাইল ফোনগুলো আজ বৃহস্পতিবার তাদের প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধার হওয়া ৭৫টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “মোবাইল ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য ডিভাইস। শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং, সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “মোবাইল হারিয়ে গেলে তা ফিরে পাওয়া একসময় ছিল কঠিন কাজ। কিন্তু আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এখন এটি অনেক সহজ হয়েছে। তবুও নাগরিকদের উচিত মোবাইল হারানো প্রতিরোধে সচেতন থাকা এবং প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করা।”

পুলিশ কমিশনার সতর্ক করে বলেন, “বেশ কিছু অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত। এতে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। তাই ব্যবহৃত বা পুরনো মোবাইল কেনার সময় বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করা জরুরি। চুরি করা মোবাইল কেনা-বেচা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।”

উল্লেখ্য, উদ্ধার হওয়া মোবাইলগুলোর কিছু শুধু রাজশাহী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হারিয়ে গিয়েছিল। থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ নভেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সহায়তা পেতে যোগাযোগ করা যেতে পারে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর +৮৮০২৫৮৮৮০১৩৫১ ও মোবাইল ০১৩২০০৬৩৯৯৯-এ।

সাইবার সংক্রান্ত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করা যাবে সাইবার হটলাইন +৮৮০১৩২০০৬১৯৯৯-এ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার দাবি মির্জা ফখরুলের

রাজশাহীতে ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকেরা

প্রকাশিত সময় : ১০:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় জুলাই থেকে সেপ্টেম্বর—২০২৫ পর্যন্ত উদ্ধার হওয়া হারানো মোবাইল ফোনগুলো আজ বৃহস্পতিবার তাদের প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধার হওয়া ৭৫টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “মোবাইল ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য ডিভাইস। শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং, সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “মোবাইল হারিয়ে গেলে তা ফিরে পাওয়া একসময় ছিল কঠিন কাজ। কিন্তু আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এখন এটি অনেক সহজ হয়েছে। তবুও নাগরিকদের উচিত মোবাইল হারানো প্রতিরোধে সচেতন থাকা এবং প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করা।”

পুলিশ কমিশনার সতর্ক করে বলেন, “বেশ কিছু অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত। এতে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। তাই ব্যবহৃত বা পুরনো মোবাইল কেনার সময় বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করা জরুরি। চুরি করা মোবাইল কেনা-বেচা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।”

উল্লেখ্য, উদ্ধার হওয়া মোবাইলগুলোর কিছু শুধু রাজশাহী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হারিয়ে গিয়েছিল। থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ নভেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সহায়তা পেতে যোগাযোগ করা যেতে পারে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর +৮৮০২৫৮৮৮০১৩৫১ ও মোবাইল ০১৩২০০৬৩৯৯৯-এ।

সাইবার সংক্রান্ত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করা যাবে সাইবার হটলাইন +৮৮০১৩২০০৬১৯৯৯-এ।