বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোতে প্রবল বর্ষণ ও বন্যায় ৪৭ জনের মৃত্যু

মেক্সিকোতে কয়েকদিনের মুষলধারার বর্ষণ ও বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এপি, রয়টার্স সূত্রে জানা গেছে, পানির প্রবল স্রোত বাড়ি-ঘর ও গাড়ি ভাসিয়ে নিয়ে গেছে, দুর্যোগ কবলিত এলাকার অধিকাংশ সড়ক ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে জানা যায়, উদ্ধারকর্মীরা কাদা ও ধ্বংসাবশেষে আটকে থাকা বাড়ি-ঘর খুঁড়ে বের করার কাজ চালাচ্ছেন। সপ্তাহান্তে কিছু রাজ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

দেশজুড়ে বিভিন্ন রাজ্যে বন্যা ও ভূমিধসের প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছে দিতে এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে তৎপর রয়েছে প্রশাসন।

মেক্সিকোর সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে উপসাগরীয় উপকূলের ভেরাক্রুজ রাজ্যে ১৮ জন এবং মেক্সিকো সিটির উত্তরে হিডালগো রাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মেক্সিকো সিটির পূর্বে পুয়েবলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে, কেন্দ্রীয় রাজ্য কুয়েরেতারোতে ভূমিধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

সিভিল প্রোটেকশন জানিয়েছে, তিনটি ভিন্ন রাজ্যে অন্তত ৩৮ জন এখনও নিখোঁজ রয়েছেন।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকার ১৩৯টি ক্ষতিগ্রস্ত শহরকে সহায়তা করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ভ্রমণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মেক্সিকোতে প্রবল বর্ষণ ও বন্যায় ৪৭ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:৫০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

মেক্সিকোতে কয়েকদিনের মুষলধারার বর্ষণ ও বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এপি, রয়টার্স সূত্রে জানা গেছে, পানির প্রবল স্রোত বাড়ি-ঘর ও গাড়ি ভাসিয়ে নিয়ে গেছে, দুর্যোগ কবলিত এলাকার অধিকাংশ সড়ক ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে জানা যায়, উদ্ধারকর্মীরা কাদা ও ধ্বংসাবশেষে আটকে থাকা বাড়ি-ঘর খুঁড়ে বের করার কাজ চালাচ্ছেন। সপ্তাহান্তে কিছু রাজ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

দেশজুড়ে বিভিন্ন রাজ্যে বন্যা ও ভূমিধসের প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছে দিতে এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে তৎপর রয়েছে প্রশাসন।

মেক্সিকোর সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে উপসাগরীয় উপকূলের ভেরাক্রুজ রাজ্যে ১৮ জন এবং মেক্সিকো সিটির উত্তরে হিডালগো রাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মেক্সিকো সিটির পূর্বে পুয়েবলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে, কেন্দ্রীয় রাজ্য কুয়েরেতারোতে ভূমিধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

সিভিল প্রোটেকশন জানিয়েছে, তিনটি ভিন্ন রাজ্যে অন্তত ৩৮ জন এখনও নিখোঁজ রয়েছেন।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকার ১৩৯টি ক্ষতিগ্রস্ত শহরকে সহায়তা করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ভ্রমণ করেছেন।