মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসুতে জাল ভোট দেওয়ার সুযোগ নেই: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় আইটি ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘প্রিজাইডিং অফিসারের হাতে ছবি সম্বলিত ভোটার তালিকা রয়েছে। তারা মিলিয়ে দেখছেন। কোনোভাবে জাল ভোট দেওয়ার সুযোগ নেই।’

উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রার্থীরা একে অপরেকে জড়িয়ে ধরছেন। নির্বাচনের আমেজ বইছে ক্যাম্পাস জুড়ে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) থেকে আজ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি। যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ ভোট দিচ্ছে।’

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় চাকসুর ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।শিক্ষার্থীদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ ও প্রকৌশল অনুষদের ১৫টি কেন্দ্রে মোট ৬০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

চাকসু নির্বাচন কমিশনের তথ্যমতে, চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৮৪ জন এবং নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন শিক্ষার্থী ভোট প্রদান করবেনা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

চাকসুতে জাল ভোট দেওয়ার সুযোগ নেই: চবি উপাচার্য

প্রকাশিত সময় : ১০:২৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় আইটি ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘প্রিজাইডিং অফিসারের হাতে ছবি সম্বলিত ভোটার তালিকা রয়েছে। তারা মিলিয়ে দেখছেন। কোনোভাবে জাল ভোট দেওয়ার সুযোগ নেই।’

উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রার্থীরা একে অপরেকে জড়িয়ে ধরছেন। নির্বাচনের আমেজ বইছে ক্যাম্পাস জুড়ে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) থেকে আজ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি। যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ ভোট দিচ্ছে।’

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় চাকসুর ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।শিক্ষার্থীদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ ও প্রকৌশল অনুষদের ১৫টি কেন্দ্রে মোট ৬০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

চাকসু নির্বাচন কমিশনের তথ্যমতে, চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৮৪ জন এবং নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন শিক্ষার্থী ভোট প্রদান করবেনা যায়।