রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ‘আনোয়ার ফ্যাশন’ নামেরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় নি*হ*তে*র সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, রাসায়নিকের গুদামের আগুন এখনো নেভেনি। পোশাক কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণচেষ্টার পাশাপাশি সেখানে তল্লাশি চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















