শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে আগুনে ১৬ জনের প্রাণহানিতে তারেক রহমানের শোক

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

এতে তারেক রহমান লেখেন, ‘মিরপুরের তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন নিহতদের চির শান্তি দান করেন এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য দান করেন।’

তিনি লেখেন, ‘এ ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটছে, রেখে যাচ্ছে শোক আর অসংখ্য প্রশ্ন। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রের নিরাপত্তার মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, তারা যেন তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয় এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনে।’

পোস্টের শেষে তারেক রহমান লেখেন, ‘যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রইল।’

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিনজন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মিরপুরে আগুনে ১৬ জনের প্রাণহানিতে তারেক রহমানের শোক

প্রকাশিত সময় : ১০:৪২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

এতে তারেক রহমান লেখেন, ‘মিরপুরের তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন নিহতদের চির শান্তি দান করেন এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য দান করেন।’

তিনি লেখেন, ‘এ ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটছে, রেখে যাচ্ছে শোক আর অসংখ্য প্রশ্ন। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রের নিরাপত্তার মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, তারা যেন তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয় এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনে।’

পোস্টের শেষে তারেক রহমান লেখেন, ‘যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রইল।’

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিনজন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল।