মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি শেষ, অপেক্ষা ভোটের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ১৭টি ভোট কেন্দ্র। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ৯৯০টি বুথ। এসব বুথে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ৬টি আবাসিক হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবে। রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ১৭ হাজার ৬০০ জন ছাত্র ও ১১ হাজার ৩০১ জন ছাত্রী।
এদিকে, রাকসু নির্বাচনাে ঘিরে আজ থেকেই ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ সদস্য। এছাড়াও ২৫ প্লাটুন দাঙ্গা পুলিশ, ১২ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। ক্যাম্পাসে সিনেট ভবনের পাশে পুলিশের সেন্ট্রাল মনিটরিং বক্স স্থাপন হয়েছে।
এ ছাড়াও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার দিবাগত রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস এবং আশেপাশের ২০০ গজের ভেতর সকল সভা, সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে পুলিশ।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, সুন্দর একটি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসুর ২৩টি পদের বিপরীতে ৩০৫ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছন। রাকসুতেন ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৭টি হল সংসদের ২৫৫টি পদে রয়েছেন ৫৫৫ জন প্রার্থী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

রাকসু নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি শেষ, অপেক্ষা ভোটের

প্রকাশিত সময় : ০৫:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ১৭টি ভোট কেন্দ্র। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ৯৯০টি বুথ। এসব বুথে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ৬টি আবাসিক হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবে। রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ১৭ হাজার ৬০০ জন ছাত্র ও ১১ হাজার ৩০১ জন ছাত্রী।
এদিকে, রাকসু নির্বাচনাে ঘিরে আজ থেকেই ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ সদস্য। এছাড়াও ২৫ প্লাটুন দাঙ্গা পুলিশ, ১২ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। ক্যাম্পাসে সিনেট ভবনের পাশে পুলিশের সেন্ট্রাল মনিটরিং বক্স স্থাপন হয়েছে।
এ ছাড়াও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার দিবাগত রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস এবং আশেপাশের ২০০ গজের ভেতর সকল সভা, সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে পুলিশ।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, সুন্দর একটি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসুর ২৩টি পদের বিপরীতে ৩০৫ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছন। রাকসুতেন ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৭টি হল সংসদের ২৫৫টি পদে রয়েছেন ৫৫৫ জন প্রার্থী।