বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৯

রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জুবেরি ভবন ভোটকেন্দ্রে নিজের ভোট দেন।

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, আপাতত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটের পরিবেশে আমরা সন্তষ্ট। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাইনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো অনিয়ম দেখলে কমিশনকে জানাব।

মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। রাকসুতে নিজে ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনো পাইনি।

তিনি বলেন, আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের প্রতি বিপুল সমর্থন দেবেন। তারা আমাদের নির্বাচিত করলে আমরা যে ইশতেহার দিয়েছি, সেটা ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করব। আমরা আরও আশা করছি নির্বাচন কমিশন ও রাবি প্রশাসন যেন সারাদিন সঠিকভাবে দায়িত্ব পালন করেন। তারা কারো প্রতি কোন প্রকার বৈষম্য না করেন। ডাকসু ও জাকসুতে কিছু ত্রুটি সামনে এসেছে। সেটা যেন এখানে না হয়।

এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীরের মতো তিনিও ক্যাম্পাসে বহিরাগত না ঢোকার ব্যাপারে নিজের অবস্থান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী

প্রকাশিত সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জুবেরি ভবন ভোটকেন্দ্রে নিজের ভোট দেন।

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, আপাতত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটের পরিবেশে আমরা সন্তষ্ট। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাইনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো অনিয়ম দেখলে কমিশনকে জানাব।

মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। রাকসুতে নিজে ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনো পাইনি।

তিনি বলেন, আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের প্রতি বিপুল সমর্থন দেবেন। তারা আমাদের নির্বাচিত করলে আমরা যে ইশতেহার দিয়েছি, সেটা ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করব। আমরা আরও আশা করছি নির্বাচন কমিশন ও রাবি প্রশাসন যেন সারাদিন সঠিকভাবে দায়িত্ব পালন করেন। তারা কারো প্রতি কোন প্রকার বৈষম্য না করেন। ডাকসু ও জাকসুতে কিছু ত্রুটি সামনে এসেছে। সেটা যেন এখানে না হয়।

এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীরের মতো তিনিও ক্যাম্পাসে বহিরাগত না ঢোকার ব্যাপারে নিজের অবস্থান জানান।