রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের শপথ পাঠ করান। পরবর্তীতে স্বস্ব হলের প্রভোস্টরা ১৭টি হলের নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে প্রায় আধাঘণ্টা পর আসতে থাকেন নবনির্বাচিত ২৮৩ জন প্রতিনিধি। শপথ শেষে নবনির্বাচিত ভিপি জাহিদ বলেন, “রাকসুর দ্বার সব প্রার্থীর জন্য খোলা থাকবে।” অপরদিকে জিএস শিক্ষার্থীদের স্বার্থে রাকসু ফান্ডের বিস্তারিত হিসাব চাওয়ার দাবি জানান।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নবনির্বাচিত ছাত্রনেতারা জানান, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করতে চান এবং বিশ্ববিদ্যালয়ে চলমান নানা সংকট দ্রুত সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

রায়হান রোহানঃ 























