বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুইমিংপুলে ডুবে রাবি শিক্ষার্থীর মৃত্যু নিয়ে যা জানা গেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাঁতারে নেমে সুইমিংপুলের পানিতে ডুবে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সায়মা হোসেন মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা বিভাগ।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ও রামেকের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র।

তার মৃত্যুর কারণ নিয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোখসানা বেগম টুকটাকি বলেন, “সাঁতার প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অনুশীলন করেছিলেন সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে রামেকে পাঠানো হয়। রামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না।”

তবে বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা মারুফা সিদ্দিকা লিপি বলেন, “ওই শিক্ষার্থীকে যখন আনা হয়, আমরা তার পালস, বিপি কিছুই পাইনি। এখানে আসার আগেই সে মারা গিয়েছিল, আমাদের কিছু করার ছিল না। আমাদের এখানে সে ১০ মিনিটের মত ছিল। তারপরও আমরা অক্সিজেন দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেই।”

রামেকের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র বলেন, “সায়মা নামে একজন শিক্ষার্থীকে আনা হয়েছিল। যখন আনা হয়, তাকে দেখে এখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।”

কারণ হিসেবে তিনি বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা মুশকিল আসলে। এর জন্য ময়নাতদন্ত করতে হবে। আমরা মরদেহটি ময়নাতদন্ত বা আইনি প্রক্রিয়ার জন্য মর্গে প্রেরণ করেছি। পরবর্তীতে তার পরিবারের অনুমতিতে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করলে এ ব্যাপারে পরিষ্কার বলা যাবে। তার আগে কিছু বলা সম্ভব না।”

হার্ট অ্যাটাকের বিষয়ে তিনি বলেন, “প্রত্যেকটা মানুষ যখন পানিতে ডুবে যায়, তখন হার্ট অ্যাটাক ও ফুসফুস জটিলতার মাধ্যমে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়া। আর যদি সে সাঁতারু হয়ে থাকে সে ক্ষেত্রে অন্য কোনো কারণে হার্ট অ্যাটাক বা আগে কোনো অসুস্থতার কারণে ডুবে যেতে পারে।”

“এ বিষয়গুলো আসলে এখন বলা মুশকিল। যেহেতু মারা গেছেন, এখন প্রকৃত কারণ উদঘাটন করতে গেলে আমাদের ময়নাতদন্ত করতে হবে,” যোগ করেন মুখপাত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুইমিংপুলে ডুবে রাবি শিক্ষার্থীর মৃত্যু নিয়ে যা জানা গেল

প্রকাশিত সময় : ১১:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাঁতারে নেমে সুইমিংপুলের পানিতে ডুবে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সায়মা হোসেন মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা বিভাগ।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ও রামেকের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র।

তার মৃত্যুর কারণ নিয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোখসানা বেগম টুকটাকি বলেন, “সাঁতার প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অনুশীলন করেছিলেন সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে রামেকে পাঠানো হয়। রামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না।”

তবে বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা মারুফা সিদ্দিকা লিপি বলেন, “ওই শিক্ষার্থীকে যখন আনা হয়, আমরা তার পালস, বিপি কিছুই পাইনি। এখানে আসার আগেই সে মারা গিয়েছিল, আমাদের কিছু করার ছিল না। আমাদের এখানে সে ১০ মিনিটের মত ছিল। তারপরও আমরা অক্সিজেন দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেই।”

রামেকের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস মুখপাত্র বলেন, “সায়মা নামে একজন শিক্ষার্থীকে আনা হয়েছিল। যখন আনা হয়, তাকে দেখে এখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।”

কারণ হিসেবে তিনি বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা মুশকিল আসলে। এর জন্য ময়নাতদন্ত করতে হবে। আমরা মরদেহটি ময়নাতদন্ত বা আইনি প্রক্রিয়ার জন্য মর্গে প্রেরণ করেছি। পরবর্তীতে তার পরিবারের অনুমতিতে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করলে এ ব্যাপারে পরিষ্কার বলা যাবে। তার আগে কিছু বলা সম্ভব না।”

হার্ট অ্যাটাকের বিষয়ে তিনি বলেন, “প্রত্যেকটা মানুষ যখন পানিতে ডুবে যায়, তখন হার্ট অ্যাটাক ও ফুসফুস জটিলতার মাধ্যমে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়া। আর যদি সে সাঁতারু হয়ে থাকে সে ক্ষেত্রে অন্য কোনো কারণে হার্ট অ্যাটাক বা আগে কোনো অসুস্থতার কারণে ডুবে যেতে পারে।”

“এ বিষয়গুলো আসলে এখন বলা মুশকিল। যেহেতু মারা গেছেন, এখন প্রকৃত কারণ উদঘাটন করতে গেলে আমাদের ময়নাতদন্ত করতে হবে,” যোগ করেন মুখপাত্র।