জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। যারাই ক্ষমতায় এসেছে, তারা শাসনের বদলে শোষণ করেছে এবং দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র হরণ করে দুঃশাসন, জুলুম ও নির্যাতনের রাজনীতি চালিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটলেও দেশে এখনও প্রকৃত গণতন্ত্র ও সুশাসন ফিরে আসেনি বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ আর একদলীয় শাসন দেখতে চায় না। আগামীর বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই আগামী নভেম্বরের মধ্যেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে, তবে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, জেলা সেক্রেটারি মো. তারিক উদ্দিন, জেলা সহ-সভাপতি মুফতি আরিফুল ইসলাম, মহানগর সহ-সভাপতি আলহাজ্ব মো. ফয়সাল হোসেন মনি, ইসলামিক শ্রমিক আন্দোলন রাজশাহী জেলা সভাপতি হাফেজ শফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা সভাপতি মো. আবুল বাশার প্রমুখ।

রায়হান রোহানঃ 






















