কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেনকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে মাইক্রোফোন কেড়ে নিয়েছেন দলের এক পক্ষের নেতা–কর্মীরা।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত গণমিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি ধাওয়ার সময় এই ঘটনা ঘটে।
দলের একটি পক্ষের দাবি, কুমিল্লা-৭ আসনে জামায়াত যাঁকে মনোনয়ন দিয়েছে, তিনি বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। তবে জামায়াত প্রার্থীর দাবি, তিনি আওয়ামী লীগের সঙ্গে আপস করেননি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বের হওয়া গণমিছিলের শেষ পর্যায়ে জামায়াতে ইসলামীর চান্দিনা উপজেলার নায়েবে আমির ও কুমিল্লা-৭ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় ক্ষিপ্ত হয়ে ওঠে জামায়াত ও শিবিরের অপর একটি পক্ষ। তারা প্রার্থীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। এ সময় কয়েকজন নেতাকর্মী ‘দল বিক্রি চলবে না, আওয়ামী দোসর প্রার্থী মানি না’ বলে স্লোগান দেয়।
তথ্য ও ছবি : প্রথম আলো।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























