জামালপুরে ইজি বাইক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরো চারজন আহত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চল এলাকায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা আরিফা আক্তার পলি (২৪), রাশেদ মিয়া (১৮) এবং জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০)।
বাকি আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরিফা আক্তার পলি, চাঁন মিয়াসহ আরেকজন মারা যান।
নিহত আরিফার স্বজনরা জানায়, অনার্স ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য তার ছেলেকে নিয়ে অটোরিকশা করে কলেজে যাচ্ছিলেন। ইপিজেড এলাকায় অটোরিকশা পৌঁছালে সড়ক দুর্ঘটনায় আরিফা মারা যান। তার পাঁচ বছরের ছেলে মারাত্মকভাবে আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























