বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি এই প্রতিপাদ্যে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহী শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ি ও অফিসের চারপাশে ফুলের টব, পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের প্যাকেট, পলিথিন, ফুড কন্টেইনারসহ যেসব স্থানে পানি জমে থাকে সেগুলো পরিষ্কার রাখতে হবে।

এছাড়া নির্মাণাধীন ভবন, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও অন্যান্য স্থাপনাতেও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, যে কোনো পাত্রে জমে থাকা পানি প্রতি তিন দিন পরপর পরিবর্তন করতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে।

জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেন তারা। এছাড়া দিন ও রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহীর সভাপতি ডা. ওয়াসিম হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

প্রকাশিত সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি এই প্রতিপাদ্যে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহী শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ি ও অফিসের চারপাশে ফুলের টব, পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের প্যাকেট, পলিথিন, ফুড কন্টেইনারসহ যেসব স্থানে পানি জমে থাকে সেগুলো পরিষ্কার রাখতে হবে।

এছাড়া নির্মাণাধীন ভবন, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও অন্যান্য স্থাপনাতেও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, যে কোনো পাত্রে জমে থাকা পানি প্রতি তিন দিন পরপর পরিবর্তন করতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে।

জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেন তারা। এছাড়া দিন ও রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহীর সভাপতি ডা. ওয়াসিম হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।