সংঘর্ষের জের ধরে সিটি ইউনিভার্সিটিতে আটকে রাখা হয়েছিল ড্যাফোডিল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদেরকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার
সিটি ইউনিভার্সিটির প্রক্টর বলেছেন, আমরা তো তাদেরকে আটকে রাখিনি। তারা এখানে ঘুরে-ফিরেই বেড়াচ্ছিল। তারা অনেকটা আটকা পড়ে গিয়েছিল, যেহেতু রাতের বেলা ছিল তো। আমরা মূলত তাদের সেফ করার চেষ্টা করেছি। কেউ যেন তাদেরকে আঘাত করতে না পারে, এজন্য একটা নিরাপত্তার মধ্যে আমরা রেখেছিলাম।
শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান বলেন, ছাত্রদের ছেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো—তাদেরকে পিটিয়ে আধমরা করে ফেলেছে।
তিনি বলেন, মূলত, ইউজিসি তাদেরকে মুক্ত করেছে। ইউজিসির প্রতিনিধিদলের কাছে শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, শিক্ষকরাও ছিল। এখন ওই শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে, তাদের এখন আমরা হাসপাতালে পাঠাচ্ছি। শিক্ষার্থীদের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদেরকে ব্যাপক মারধর করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























