শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পুরুষের মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল চারটার দিকে সাতগাঁও চা-বাগানের মধ্যবর্তী রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে থানার এস আই দিপক সরকার জানান,মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানা গেছে। তাঁর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

রিপোর্টারের নাম 
























