জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল আসামি খালাস পাবেন বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের তারিখ ঘোষণার পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আইনজীবী মো. আমির হোসেন বলেন, ‘এই মামলার সাক্ষীদের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে। পাশাপাশি শুনানিতে দালিলিক সাক্ষীর ওপর কন্ট্রোভার্সি তৈরি করা হয়েছে। ফলে আমার আসামিরা খালাস পাবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষ অসহযোগিতা ও হস্তক্ষেপ করেনি। তবে আসামিরা উপস্থিত না থাকার কিছু সীমাবদ্ধ ছিল।’
এছাড়া মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন নিজে বাঁচার জন্য অন্য আসামিদের ওপর ভর করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
এর আগে, দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আগামী সোমবার (১৭ নভেম্বর) এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
শেখ হাসিনা ছাড়া মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























